০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

খাগড়াছড়ি রাসেল মুক্তি পরিষদের ডাকা মঙ্গলবারের হরতাল প্রত্যাহার


খাগড়াছড়িতে অপহৃত ব্যবসায়ী শফিকুল ইসলাম রাসেল (২৭) মুক্তির দাবিতে রাসেল মুক্তি পরিষদের ডাকা মঙ্গলবারের (২১ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে সংগঠনটি।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৮টায় অপহৃত রাসেলকে উদ্ধারে প্রশাসনের দেয়া আশ্বাসে আশ্বস্ত হয়ে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন রাসেল মুক্তি পরিষদের আহ্বায়ক সাবেক পৌর মেয়র রফিকুল আলম।

জানা যায়, সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে রাসেল মুক্তি পরিষদের নেতৃবৃন্দের সাথে প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অপহৃত রাসেলকে উদ্ধারে আশ্বস্ত করা হয়।

বৈঠক শেষে রফিকুল আলম সাংবাদিকদের জানান, খাগড়াছড়ি পুলিশ প্রশাসনের সাথে বৈঠকে প্রশাসনের আশ্বাসে আশ্বস্ত হয়ে জনভোগান্তির কথা বিবেচনা করে আমরা রাসেল মুক্তি পরিষদের ডাকা মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করে নিয়েছি।

উল্লেখ্য, ৯ নভেম্বর জেলার দীঘিনালার নয় মাইল এলাকায় সেগুন বাগান দেখতে গিয়ে অপহরণের শিকার হন রাসেল। অপহরণের ১২ তম দিনেও অপহৃত শফিকুল ইসলাম রাসেলকে উদ্ধার করতে পারেনি প্রশাসন। রাসেলকে উদ্ধারের দাবিতে ২০ নভেম্বর সকালে আয়োজিত এক সমাবেশ থেকে খাগড়াছড়িতে মঙ্গলবার সকাল-সন্ধা হরতালের ডাক দেয় রাসেল মুক্তি পরিষদ।


আরো সংবাদ



premium cement