১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

লাকসামে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষক নিহত

লাকসামে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষক নিহত - ছবি : নয়া দিগন্ত

লাকসামে ট্রেনে কাটা পড়ে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

সোমবার (২ অক্টোবর) রাত ৮টায় লাকসাম-নোয়াখালী রেললাইনের দৌলতগঞ্জ স্টেশনের দক্ষিণ পাশে সরকারি খাদ্য গুদামের সামনে এ ঘটনা ঘটে।

ওই স্কুলশিক্ষকের নাম মো: সাইফুল ইসলাম (৩২)। তিনি উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের পশ্চিম আউশপাড়া গ্রামের মাস্টার সুলতান আহমেদের ছেলে।

স্থানীয় লোকজন জানায়, রাত ৮টার দিকে নামে ওই শিক্ষক প্রকৃতির ডাকে সাড়া দিতে রেললাইনের পাশে ঝোপঝাড় ও অন্ধকারাচ্ছন্ন এ স্থানে বসেন। ইত্যবসরে ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন এসে পড়ে। ট্রেন স্টেশনে থামবে ভেবে তিনি প্রথমে গুরুত্ব দেননি। কিন্তু দৌলতগঞ্জ স্টেশনে বিরতি না থাকায় উপকূল এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে ছুটতে থাকে। কাছাকাছি ট্রেন এসে পড়লে পূর্ব পাশ থেকে লাফিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় তিনি ট্রেনের বাম্পারে আটকে যান। প্রায় ২০ গজ দূরে খাদ্য গুদামের সামনে পড়ে তার বাম হাত ও মাথার কিছু অংশ কেটে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁয়ের নওয়াব ফয়জুন্নেসা ও বদরুন্নেসাযুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামাল হোসেন হেলাল জানান, নিহত মো: সাইফুল ইসলাম এ বিদ্যালয়ের গণিতের শিক্ষক। তিনি খণ্ডকালিন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

রেলওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল আলীম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

লাকসাম রেলওয়ে থানার ওসি মো: মাসুদ আলম জানান, রাত সোয়া ৯টায় লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরো সংবাদ



premium cement