১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

চান্দিনায় বন্ধুকে কুপিয়ে হত্যা

নিহতের উজ্জ্বল হোসেন। - ছবি : সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় ব্যবসায়িক দ্বন্দ্বে বন্ধুকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টায় চান্দিনা উপজেলার পশ্চিম বেলাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহতের নাম উজ্জ্বল হোসেন (২৬)। তিনি বেলাশহর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। পেশায় ইলেক্ট্রিক ডেকোরেশন ব্যবসায়ী। হত্যাকারী বন্ধুর নাম আব্দুল আউয়াল (২৫)। তিনি একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনিও একই পেশায় নিয়োজিত।

প্রত্যক্ষদর্শী আব্দুল হাকিম জানান, আমি পশ্চিম বেলাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চা দোকানের ব্যবসা করি। রোববার রাত অনুমান সাড়ে ৯টায় আমার দোকানের পাশে প্রস্রাব করা অবস্থায় তার বন্ধু আউয়াল তাকে এলোপাথারী কোপাতে থাকে। তার চিৎকার শুনে আমরা দোকান থেকে বের হতেই আউয়াল দৌড়ে পালিয়ে যায়। আমরা তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। গুরুতর জখম হওয়ায় তাকে রাতেই কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাত অনুমান সাড়ে ১২টায় ঢাকায় নেয়ার পথে মৃত্যু ঘটে তার।

এদিকে, হত্যাকারী আব্দুল আউয়াল সম্পর্কে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিরূপ মন্তব্য করতে দেখা গেছে। ইতোপূর্বে বিভিন্ন মানুষের সাথে মারামারি, নারী কেলেঙ্কারীসহ নানা অভিযোগ তুলেন এলাকাবাসী। এ সময় তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তারা।

নিহতের স্ত্রী বিউটি আক্তার জানান, আব্দুল আউয়াল এবং আমার স্বামী দীর্ঘদিনের বন্ধু। আউয়াল প্রতিদিনই আমাদের বাড়িতে আসা-যাওয়া করতো। দুই বন্ধু মিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও পশ্চিম বেলাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ ইলেক্ট্রিক ডেকোরেশন দোকান দিয়ে এলাকার বিভিন্ন অনুষ্ঠানে কাজ করে আসছে। প্রায় এক বছর আগে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে একই স্থানে দু’জনে পৃথক দোকান দেয়। আমার স্বামীর কাজ ও ব্যবহার ভাল থাকায় বেশির ভাগ কাজই আমার স্বামী পায়। এ নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো। ধারণা করছি ওই ব্যবসায়ীক দ্বন্দ্বেই আমার স্বামীকে হত্যা করা হয়েছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহাবুদ্দীন খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা মোসলেম উদ্দিন থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement
গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ১৮ হাজার যতক্ষণ পর্যন্ত নেতাকর্মীদের মুক্তি না দেয়া হবে আন্দোলন চালিয়ে যাব : আরিফুল হক টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান মানবাধিকার লঙ্ঘনকারীরাই মানবাধিকারের কথা বলে, প্রেসক্রিপশন দেয় : তথ্যমন্ত্রী ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমে আসবে : অর্থসচিব কাতারে ‘দোহা ফোরাম-২০২৩’-এ যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত মিয়ানমারে বিদ্রোহীদের দখলে তিন শ’র বেশি সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার প্রথম বছরেই ব্র্যান্ড ফোরাম পুরস্কার পেল রিচ্যাবল আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে বাড়ি ফেরার পথে বিএনপির ১২ নেতাকর্মী আটক

সকল