পেকুয়ায় বন্যহাতির আক্রমণে নিহত ১
- উপকূল-চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৩

কক্সবাজারের পেকুয়ায় বন্যহাতির আক্রমণে আব্দুর রহমান ওরফে বোরহান উদ্দিন (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের কেরণছড়ি বড় ছনখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত বোরহান কেরণছড়ী এলাকার মো: শাহ আলমের ছেলে। তিনি বাকপ্রতিবন্ধী বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, বোরহান উদ্দিন সকালে দুর্গম পাহাড়ের কেরণছড়ির বড় ছনখোলা এলাকায় লাকড়ি কুড়াতে গেলে বন্যহাতির কবলে পড়েন। ওই সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পথচারীরা দুপুরে তার লাশ দেখতে পায়। তার বাড়িতে খবর দেয়া হলে লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় এম ইউপি আব্দুল হক জানান, বোরহান উদ্দীন একজন বাকপ্রতিবন্ধী। তিনি সকালে বড় ছনখোলা এলাকায় শুকনা লাকড়ি কুড়াতে গেলে বন্যহাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান।
নিহতের বাবা শাহ আলম জানান, ‘বুধবার সকালে ভাত খেয়ে বাড়ি থেকে বের হয়ে পাহাড়ে লাকড়ি কুড়াতে যান বোরহান। দুপুর দেড়টার দিকে খবর পাই আমার ছেলে বন্যহাতির আক্রমণের শিকার হয়েছে।’
টইটং বিট কর্মকর্তা মো: জমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বোরহান উদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় তার লাশ দাফনের অনুমতি দেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা