১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

নোয়াখালীতে ওয়ানশুটার গানসহ ২ যুবক গ্রেফতার

নোয়াখালীতে ওয়ানশুটার গানসহ ২ যুবক গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে তিনটি ওয়ানশুটার গানসহ (এলজি) দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের খায়েরের ছেলে নজরুল ইসলাম (২৩) ও একই এলাকার চৌধুরীর ছেলে আরিফুল হাসান অন্তু (২৪)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর ডিবি পুলিশের একটি দল শনিবার রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অনন্তপুর গ্রামের টিভি সেন্টারের সামনে অভিযান চালিয়ে আরিফুল হাসান অন্তুকে (২৪) গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী নজরুলকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম।


আরো সংবাদ



premium cement