পুঠিয়া থানার ওসি ফারুককে প্রত্যাহার
- পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
- ২১ সেপ্টেম্বর ২০২৩, ২০:০১

রাজশাহীর পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) তাকে প্রত্যাহার করা হয়। এর আগে গত ২ ফেব্রুয়ারি পুঠিয়া থানায় তিনি যোগদান করেন।
প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে ওসি ফারুক হোসেন বলেন, অফিস আদেশে তাকে এখান থেকে প্রত্যাহার করা হয়েছে। আগামী দুই-একদিনের মধ্যে টুরিস্ট পুলিশে যোগদান করবেন তিনি।
সুবিধা নিয়ে ফসলি জমিতে পুকুর খননের সুযোগ করে দেয়া, রাজনৈতিক পক্ষপাতিত্ব করা ও আইন-শঙ্খলার অবনতির কারণে প্রত্যাহার করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে এ বিষয়ে মিথ্যা ও গুজব জড়ানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) রাজিবুল হাসান বলেন, ওসি ফারুক হোসেনকে পুলিশ সদর দফতরের আদেশে এখান থেকে প্রত্যাহার করে টুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে। আর ঠিক কি কারণে প্রত্যাহার হয়েছেন তা আমাদের জানা নেই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা