২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি গেট

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি গেট - ছবি : সংগৃহীত

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করায় খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গেটগুলো খুলে দেয়া হয়।

এর আগে বৃহস্পতিবার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের এক বার্তায় গেট খুলে দেয়া হবে বলে জানানো হয়েছিল।

ওই বার্তায় বলা হয়েছিল, গেট খুলে দেয়ায় নয় হাজার সিএফএস পানি নিস্কাশিত হবে। বর্তমানে লেকের পানি ইনফ্লো ও বৃষ্টিপাত গভীরভাবে পর্যাবেক্ষন করা হবে। ইনফ্লো আরো বৃদ্ধি পেল স্পীলওয়েল গেট খোলার পরিমাণ বাড়ানো হতে পারে।

স্পিলওয়ে খোলা বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহ।


আরো সংবাদ



premium cement