ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল আরোহী নিহত
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- ১০ জুন ২০২৩, ২০:৫৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কাঁঠাল গাছের সাথে ধাক্কা লেগে সবুজ মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো একজন আহত হয়েছেন।
শনিবার (১০ জুন) দুপুরে উপজেলার সিংগারবিল ইউনিয়নের মিরাশানীতে এ দুর্ঘটনা ঘটে।
সবুজ উপজেলার সিংগারবিল ইউনিয়নের মিরাশানী গ্রামের উত্তরপাড়ার আব্দুল সাত্তারের ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সবুজ মিয়া মোটরসাইকেল করে সিংগারবিল বাজারে যাওয়ার পথে মিরাশানী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তার পাশে কাঁঠাল গাছের সাথে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা আহত দু'জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সবুজ নামে এক যুবক মারা যান। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সবুজের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।