হাতিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
- হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
- ১০ জুন ২০২৩, ১৮:৩৩

নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূর গাছের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ জুন) হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের মধ্যম শুল্যকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূর নাম জোছনা বেগম (৩২), তিনি ওই এলাকার মিরাজ উদ্দিনের স্ত্রী। তাদের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
জানা যায়, দীর্ঘ দিন ধরে জোছনা বেগম মানসিক রোগাক্রান্ত। শুক্রবার বিকেল ৩টার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার পর ঘরে এসে স্বামীর সাথে ঝগড়া করে রাত ১০টার দিকে ঘর থেকে বের হয়ে যান তিনি। পরে শনিবার সকালে বাড়ির পাশের বাগানের একটা গাছে গলায় ফাঁস দেয়া তার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা। খবর পেয়ে প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে লাশ পাঠায় পুলিশ।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমির হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।