২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সার্ভার জটিলতায় আখাউড়া ইমিগ্রেশনের কার্যক্রম ব্যাহত

সাড়ে ছয় ঘণ্টা পর স্বাভাবিক
সার্ভার জটিলতায় আটকে পড়েন দু’দেশের মধ্যে চলাচলকারীরা। - ছবি : নয়া দিগন্ত

সার্ভার জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন সেন্টারের কার্যক্রম ছয় ঘণ্টা ব্যাহত হয়েছে। এ সময় ভারত-বাংলাদেশের যাত্রী পারাপার বন্ধ থাকে। এতে তীব্র গরমে দুর্ভোগে পড়ে প্রায় সাড়ে তিন শ’ যাত্রী।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৬টার দিকে সার্ভারে জটিলতা দেখা দেয়। পড়ে দুপুর সাড়ে ১২টার দিকে সার্ভারের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় ফের যাত্রী পারাপার শুরু হয়।

আখাউড়া ইমিগ্রেশন সূত্র জানায়, সকাল ৬টায় ইমিগ্রেশন কার্যক্রম শুরু হওয়ার পাঁচ মিনিটি পর থেকে সার্ভার জটিলতা দেখা দেয়। এতে সেসময় বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়।

জেলা পুলিশ সুপার মো: শাখাওয়াত হোসেন জানান, সার্ভারের কার্যক্রমটি ঢাকা থেকে নিয়ন্ত্রিত হয়ে থাকে। সমস্যার বিষয়টি ঊধ্বর্তন কৃর্তপক্ষকে জানানো হলে সমস্যা সমাধানের পর দুপুর সাড়ে ১২টার পর ফের ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক হয়। বর্তমানে দু’দেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।


আরো সংবাদ



premium cement