মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
- মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০২ জুন ২০২৩, ২০:৩৬
চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিকাশ জলদাশ (১৪) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের শিল্প নগরীর শেখ হাসিনা সড়কের গাজীটোলা-মাস্টার পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নিকাশ মঘাদিয়া ইউনিয়নের সরকারটোলা এলাকার জলদাশ পাড়ার খুদিরাম জলদাশের ছেলে। সে স্থানীয় আবু তোরাব এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
নিহতের বাবা খুদিরাম জানান, বিকেলে সাইকেল নিয়ে ঘুরতে বের হলে বাড়ি ফেরার পথে শিল্প জোনের রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার উপ-পরিদর্শক জাহেদুল ইসলাম আরমান জানান, ঘটনা শুনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিকাশ জলদাশের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা