১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের সময় গ্রেফতার ২

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের সময় গ্রেফতার ২। - প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দু’জনই রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহ করছিল।

রোববার (২৮ মে) রাতে উখিয়া থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোহাম্মদ রাসেল।

গ্রেফতার যুবকরা হলেন রামুর ঈদগড়ের শাকের আহমদের ছেলে মো: জাবের (২০) ও রোহিঙ্গা ক্যাম্প-৪-এর মরহুম নুরুল হকের ছেলে নুরুল আমিন (২০)।

অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোহাম্মদ রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় কুতুপালং বাজারে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ানশুটারগান ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার যুবকরা রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহ করার প্রস্তুতি নেয়ার কথা স্বীকার করেছে বলে জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলীসহ থানার পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement