প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে নোয়াখালীর ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- নোয়াখালী অফিস
- ২৮ মে ২০২৩, ১৯:৪৩

প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বিকেলে তাকে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে শনিবার রাতে ঢাকার পল্টনের একটি হোটেল থেকে সেনবাগ থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতারপাইয়া বাজারে নিজস্ব মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আবদুর রহমান প্রধানমন্ত্রীকে কটূক্তি করেন। এ সংক্রান্ত এক মিনিট ৫৪ সেকেন্ডের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রশাসনের নজরে আসে এবং সেনবাগ থানায় মামলা হয়েছে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটয়ারী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা