চন্দনাইশে গলায় জ্যান্ত মাছ আটকে শিশুর মৃত্যু
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৭ মে ২০২৩, ২০:৫৭

চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী পৌরসদরে গলায় জ্যান্ত মাছ আটকে মো: ইমরান (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ মে) সকালে পৌরসভার চাগাচর শঙ্খ নদীর তীরে এ ঘটনা ঘটে।
মৃত শিশুটি ওই গ্রামের মো: হোসেন পুতুর একমাত্র ছেলে সন্তান বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা নোমান রিজভী জানান, সকালে শিশুটির বাবা মো: হোসেন শঙ্খ নদী থেকে মাছ শিকার করে ঘরে ফিরলে তার স্ত্রী মাছ বাছাই করছিলেন।
এ সময় কোনো এক ফাঁকে শিশুটি একটি ছোট মাছ নিয়ে গিলে ফেলে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার আরো অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
পরে বেলা ১১টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে ওই শিশুর লাশ দাফন করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা