২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪২৯, ০৭ জিলকদ ১৪৪৪
`

নবীনগরে ভাইস চেয়ারম্যান ও তার স্বামীর বিরুদ্ধে দুদকের মামলা

অভিযুক্ত নবীনগর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার ও তার স্বামী হাবিবুর রহমান। - ছবি: নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার ও তার স্বামী কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের স্টোর কর্মকর্তা হাবিবুর রহমানের বিরুদ্ধে এক কোটি চার লাখ ১৪ হাজার ৭৬৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ভোগদখলে রাখায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাফি মো: নাজমুস সাদাৎ মামলাটি করেন।

দুদকের সূত্রে জানা যায়, নবীনগর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী মোসাম্মাৎ শিউলি আক্তার ২০১৯ সাল থেকে নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০১৪ থেকে ২০১৫ কর বর্ষ হতে ২০২১ থেকে ২০২২ কর বর্ষ পর্যন্ত খাত ভিত্তিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী দাখিল করে আসছেন। তিনি এক কোটি ১৫ লাখ ৪৫ হাজার টাকার স্থাবর সম্পদ এবং ৪৯ লাখ ৩২ হাজার ৫১৪ টাকার অস্থাবর সম্পদ অর্জন করেছেন। নিজের নামে এক কোটি ৬৪ লাখ ৭৭ হাজার ৫১৪ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা অর্জন করেছেন। তার পারিবারিক ও অন্যান্য ব্যয় পাওয়া যায় ২৬ লাখ ৫৮ হাজার ৯৩৩ টাকা। পারিবারিক ব্যয়সহ তার সম্পদের পরিমাণ এক কোটি ৯১ লাখ ৩৬ হাজার ৪৪৭ টাকা। এ সম্পদ অর্জনের বিপরীতে ২০১৪ থেকে ২০১৫ কর বর্ষে আয়কর নথি খোলার পূর্বের বছরগুলোতে বিভিন্ন আয় এবং আয়কর নথি খোলার পরের ব্যবসা, বাড়িভাড়া ও ভাইস চেয়ারম্যান হিসেবে প্রাপ্ত ভাতাসহ তার এক কোটি ১২ লাখ ১১ হাজার ৩৪৯ টাকার আয়ের উৎস পাওয়া যায়। তার নামে অর্জিত সম্পদের চেয়ে ৭৯ লাখ ২৫ হাজার ৯৮ টাকার আয়ের উৎস কম পাওয়া যায়।

সূত্রে আরো জানা যায়, তার স্বামী হাবিবুর রহমান ১৯৮৮ সালে স্বাস্থ্য সহকারী পদে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। তিনি ১৯৯৩ সালে স্টোরকিপার পদে ও ২০১৫ সালে স্টোর অফিসার পদে পদোন্নতি লাভ করে বর্তমানে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ঢাকায় কর্মরত রয়েছেন। তার পারিবারিক ব্যয়সহ মোট সম্পদের পরিমাণ এক কোটি তিন লাখ ৭৮ হাজার ১৭৪ টাকা। উক্ত সম্পদ অর্জনের বিপরীতে ২০১৭ থেকে ২০১৮ কর বর্ষে আয়কর নথি খোলার সময় পূর্বের বছরগুলোতে চাকরির বেতন-ভাতা হতে সঞ্চয় এবং আয়কর নথি খোলার পরের বেতন-ভাতাসহ আয় পাওয়া যায় ৭৮ লাখ ৮৮ হাজার ৫০৮ টাকা। তার নামে অর্জিত সম্পদের চেয়ে আয়ের উৎস ২৪ লাখ ৮৯ হাজার ৬৬৬ টাকা কম পেয়েছে দুদকের অনুসন্ধানে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: ফজলুল হক জানান, মো: হাবিবুর রহমান ও তার স্ত্রী একে অপরের সহযোগিতায় এক কোটি চার লাখ ১৪ হাজার ৭৬৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ভোগদখলে রেখেছেন। এজন্য তাদের স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে নারী ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার বলেন, নবীনগর উপজেলা পরিষদে ও এর আশপাশে একটি ধান্দাবাজ চক্র রয়েছে। আমার কারণে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও কাজ না করেই এডিবির টাকা অবৈধভাবে উত্তোলনের কালো ধান্ধা বন্ধ হয়ে গেছে তাদের। ওই ধান্দাবাজ চক্র টাকা-পয়সা খরচ করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর জন্য এবং আমার সামাজিক ও পারিবারিক ইমেজ নষ্ট করার চেষ্টা করছে।

তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি যে সঠিকভাবে তদন্ত হলে এসব অভিযোগের একটিরও সত্যতা পাওয়া যাবে না। ইনশাআল্লাহ।’


আরো সংবাদ


premium cement
পানির অধিকার নিয়ে উত্তেজনা : ইরান-আফগানিস্তান ব্যাপক গুলিবিনিময় ডর্টমুন্ডকে অপেক্ষায় রেখে বায়ার্নের টানা ১১তম শিরোপা জয় লাইব্রেরিতে বই ফেরত এলো ১০০ বছর পরে! জরিমানা দেড় লাখ টাকা আইপিএলের ফাইনাল দেখতে যাচ্ছেন না বিসিবি সভাপতি আইপিলের ফাইনাল আজ, কঠিন লড়াইয়ের পূর্বাভাস পাকিস্তানে তুষার ধসে নিহত ১১ ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ষান্মাসিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ চকরিয়ায় তৃণমূলকে শক্তিশালী করে নির্বাচনের প্রস্তুতি নাও : রওশন এরশাদ সিলেবাস থেকে বাদ যাচ্ছে ‘সারে জাঁহা সে আচ্ছা’র কবির জীবনী দেশের অর্থনীতি স্মরণকালের মধ্যে সবচেয়ে খারাপ সময়ে : সিপিডি গাজীপুরে পরাজয়, ৪ সিটি নিয়ে সতর্ক আওয়ামী লীগ

সকল