২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বান্দরবানে ফের সন্ত্রাসীদের গুলি, নিহত ৩

বান্দরবানে ফের সন্ত্রাসীদের গুলি, নিহত ৩ - ছবি : নয়া দিগন্ত

বান্দরবান রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ফের তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। সোমবার দুপুরে উপজেলার পাইখ্যং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী নিহতদের লাশ উদ্ধার করেছে।

নিহতরা হলেন পাথাং বম, নেমথাং বম ও লম লিয়ান বম। তাদের সবার বাড়ি রানিন পাড়ায়। পেশায় তারা তিনজনই ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক। আহত ব্যক্তির নাম মানসার বম।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে রনিন পাড়া, পাইখ্যং পাড়াসহ আশপাশের এলাকার লোকজন রোয়াংছড়ি বাজারে যাচ্ছিল। এ সময় একদল স্বশস্ত্র সন্ত্রাসী তাদের গুলি করে। এতে মানসার বম নামের এক মোটরসাইকেলচালক আহত হন। পরে সেখানে তিনজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। তখন স্থানীয়রা পুলিশে খবর দেয়। বিকেলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

সূত্র আরো জানায়, এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শতাধিক মানুষ সেখান থেকে পালিয়ে যায়। এখন সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, এখনো জানা যায়নি। তবে স্থানীয়রা বলছেন, ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সশস্ত্র সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে।

কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কে এন এফ তাদের ফেসবুক পেইজে এ ঘটনার জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছে।

বান্দরবান পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম জানিয়েছেন, সকালে পাইখ্যংপাড়া এলাকায় গোলাগুলির খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সেখানে যায়। তারা তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। তবে পুলিশ এখনো নিহতদের পরিচয় পায়নি।

উল্লেখ্য, গত ৭ মে একই এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আটজন নিহত হয়েছিল। এ ঘটনার এক মাসের মধ্যেই ফের তিনজনকে গুলি করে হত্যা করা হলো।


আরো সংবাদ



premium cement
ঈদের ছুটিতে ঢাকায় কোনো সমস্যা হলে কল করুন ৯৯৯ নম্বরে : আইজিপি সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার ৬ দাবিতে উত্তাল বুয়েট, ক্লাস-পরীক্ষা বর্জন মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু আল-আকসায় কোনো ধরণের সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হলো তৃতীয় জুমআর জামাত ‘পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে’ গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’ অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল

সকল