চট্টগ্রামে নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ মার্চ ২০২৩, ২২:১০
চট্টগ্রামের রাউজানে সমবায় সমিতির (এনজিও) এক নারী কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৩টায় রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোবারকখীল গ্রামের মনো সারাং বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জুবলি আকতার (২৮) ওই এলাকার আবদুস সালামের মেয়ে।
নিহতের পরিবারের দাবি, সমিতির আর্থিক লেনদেন ও চাকরি নিয়ে বিরোধের জেরে জুবলি আক্তার আত্মহত্যা করেছেন।
জানা যায়, তার লাশের সাথে তিন পৃষ্ঠার একটি চিরকুট পেয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ বছর আগে জুবলি আকতারের সাথে কদলপুর ইউনিয়নের সোমবাইজ্জা হাট এলাকার আজিজ নামে এক ব্যক্তির বিয়ে হয়। পরে দাম্পত্য কলহে সে বিয়ে ভেঙ্গে যায়। পরে তার একটি ছেলে সন্তান হয়। বেঁচে থাকার জন্য স্থানীয় একটি বেসরকারি সংস্থায় হিসাব রক্ষকের চাকরিতে যোগদান করেন। তার ছেলে জিদানের বর্তমান বয়স ৮ বছর।
এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। চিরকুটে কী লিখা আছে তা তদন্ত সাপেক্ষ, আগেই কিছু বলা যাচ্ছে না।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা