০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৯ জিলকদ ১৪৪৪
`

চট্টগ্রামে নিখোঁজ চীনা প্রকৌশলীর লাশ উদ্ধার

-

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় অবস্থানরত বিদেশী জাহাজ থেকে সাগরে পড়ে নিখোঁজ হওয়া চীনা প্রকৌশলী ঝাং মিংইয়ানের (৪৩) লাশ উদ্ধার করা হয়েছে।

তিন দিন আগে দুর্ঘটনায় কবলিত হয়ে ওই চীনা প্রকৌশলী সাগরে পড়ে নিখোঁজ হন।

শুক্রবার (৩১ মার্চ) সকালে বঙ্গোপসাগরের চট্টগ্রাম নগরীর হালিশহর আনন্দবাজার উপকূলীয় এলাকা থেকে লাশ উদ্ধার করে কোস্টগার্ড।

এর আগে গত ২৮ মার্চ জাহাজ থেকে পড়ে তিনি নিখোঁজ হন। ওই জাহাজের ১৬ নাবিক লাইফবোট ড্রিল করার সময় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ-সংরক্ষক ক্যাপ্টেন মো: ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অনুসন্ধান দল আজ সকাল সোয়া ৯টার দিকে হালিশহরের আনন্দবাজার খাল থেকে চীনা জাহাজ এমভি ক্যাং হুয়ানের প্রধান প্রকৌশলী ঝাং মিংইয়ানের (৪৩) লাশ উদ্ধার করে।

জাহাজটির স্থানীয় এজেন্ট ও কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি বলেন, গত মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে বহির্নোঙরের আলফা এলাকায় ড্রিল করার সময় দড়ি ছিড়ে লাইফবোটটি ১৬ ক্রু নিয়ে পানিতে ডুবে যায়।

এ ঘটনায় সেদিনই কোস্টগার্ড, বন্দর উদ্ধারকারী দল চবক ও স্থানীয় মাঝিদের সহায়তায় ১৫ নাবিককে জীবিত উদ্ধার করে। তবে ঝাং মিংইয়ান ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন।

ফরিদুল আলম আরো বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ শিপিং এজেন্টের মাধ্যমে হালিশহর থানায় নিয়ে যাওয়া হবে। এরপর তার মৃত্যুর ঘটনায় জিডি করা হবে।

নৌবাণিজ্য দফতরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী জাহাজে থাকা লাইফবোট প্রতি মাসে পরীক্ষা করতে সাগরে নামাতে হয়। এরকম টেস্ট করতে গিয়ে দুর্ঘটনাবশত জাহাজ থেকে লাইফবোট সাগরে পড়ে যায়। লাইফবোটটি ফুল লোড ছিল। এরকম পরীক্ষা করতে সাগরে নামানোর সময় ফুল লোড থাকা উচিত না। লাইফবোটে ১৬ জন ছিল। যেখানে ২-৩ জনের বেশি থাকা উচিত না।

তিনি আরো বলেন, এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ


premium cement
জামালপুরে অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন হবে না : মির্জা ফখরুল ইসরাইলের প্রধানমন্ত্রীর কাছে ফিলিস্তিন রাষ্ট্রের কথা তুলে ধরেন ব্লিঙ্কেন ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার আয়োজন করতে উন্মুক্ত দক্ষিণ আফ্রিকা বেলারুশের বিরুদ্ধে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় শুরু হচ্ছে বাংলাদেশী পণ্যের উই হাটবাজার মেলা নির্বাচন ঘিরে বরিশালে বিএনপি-আ’লীগ দু’দলেই বিভেদ ৬০ টাকায় থমকে আছে দেশি পেঁয়াজ, ভারতীয় পেঁয়াজ ৪০ টাকা রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান আর নেই বরিশাল সিটি নির্বাচন : সিসিটিভি ক্যামেরা স্থাপন চলছে, শেষ হবে শনিবার তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে সকল মহানগরে পদযাত্রা করবে বিএনপি

সকল