নির্মাণাধীন ভবনের লিফট থেকে শিশুর লাশ উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ মার্চ ২০২৩, ১১:৪৯
চট্টগ্রাম মহানগরীর খুলশীর একটি নির্মাণাধীন ভবনের লিফট থেকে নিখোঁজের কয়েক ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের লিফট থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত বর্ষা আকতার (৭) যশোর জেলার সৈয়দপুর এলাকার মো: আসলামের মেয়ে।
পুলিশ জানিয়েছে, বর্ষা মা-বাবার সাথে খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকায় থাকত। পরিবারটি গত চার মাস ধরে ওই এলাকায় বসবাস করছে। বর্ষা স্থানীয় শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
বর্ষার মা শেফালি বেগম বলেন, বৃহস্পতিবার বিকেল চারটার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। আশেপাশে খোঁজ করে না পেয়ে ইফতারের পর এলাকায় মাইকিং করা হয়। রাত ১০টার পর লাশ পাওয়া যায়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, কুসুমবাগ আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের লিফট থেকে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিফটে শিশুটি পড়ে গিয়েছিল। ভবনটির চারদিকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
সূত্র: ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা