নোয়াখালীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
- নোয়াখালী অফিস
- ৩০ মার্চ ২০২৩, ১৭:১২

নোয়াখালীর বেগমগঞ্জে সনিয়া আক্তার (১৮) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সোনিয়া আক্তার বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের শাহ আলমের মেয়ে।
জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে সোমবার তার মা-বাবা তাকে শাসন করে। বুধবার গভীর রাতে নিজের রুমে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পর দিন বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল রনি বলেন, কী কারণে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা যাচ্ছে না। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা