২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

স্বাধীনতা দিবসেও বিভক্ত কুবি, ভিসির সামনেই ছাত্রলীগের হট্টগোল

- ছবি - নয়া দিগন্ত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ নিয়ে হট্টগোল করেছে ছাত্রলীগ।

রোববার (২৬ মার্চ) ভিসিসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সামনেই ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এই ঘটনা ঘটে।

এ সময় ভিসি অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আমি চাই না ছাত্রলীগের কারণে স্বাধীনতা দিবসের এই প্রোগ্রাম নষ্ট হোক। তোমরা যে ঝামেলা করবা তাকেই আমি বহিষ্কার করে দিবো।’

ক্যাম্পাস সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবসে পূর্বঘোষিত কর্মসূচির আলোকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর প্রশাসনিক ভবনস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করতে আসেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। এ সময় শাখা ছাত্রলীগের ক্যাম্পাস গ্রুপের সদস্যরা ক্যাম্পাস শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দেয়ার পর আবারো হলের পক্ষ থেকে ফুল দিতে আসে। তখন ক্যাম্পাসের বাহিরে অবস্থানরত গ্রুপের ছাত্রলীগের গ্রুপটিও বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ফুল দেয়ার চেষ্টা করেন। পরে উভয় গ্রুপ ঝগড়ায় জড়ান। এরপর একপক্ষ আরেকপক্ষের দিকে তেড়ে আসলে প্রক্টরিয়াল বডির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

সূত্র আরো জানায়, এরপর দু’পক্ষ দু’জায়গায় অবস্থান নেয়ার পরও বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে ক্যাম্পাস গ্রুপের নেতাকর্মীদের পক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান পলাশ ক্যাম্পাসের বাহিরে অবস্থানরত গ্রুপকে 'হাত পা কেটে ফেলবো', 'ভেঙে ফেলবো' সহ বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। তারও আগে একই হলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আহসানুল হক শিপন হল সভাপতি পলাশকে উদ্ধৃতি করে উচ্চবাচ্য করেন।

এ বিষয়ে জানতে চাইলে ক্যাম্পাস গ্রুপের পক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মো: সায়েম বলেন, ‘আমরা ফুল দেয়া অবস্থায় তারা আমাদের বলতেছে আমরা নামি না কেন। তারা তো আমাদের এভাবে বলতে পারে না।‘

ক্যাম্পাসের বাহিরে অবস্থানরত গ্রুপের নেতাও সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাস বলেন, ‘তারা (ক্যাম্পাস গ্রুপ) আমাদের বলতেছে তারা ফুল দিয়েছে। আমরা ফুল দিবো কেন! এই বলে তারা হট্টগোল তৈরি করে। পরে আমরা তাদের জায়গা দিয়ে সেখান থেকে চলে আসি।’

হট্টগোলের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের (২০১৫-১৬) কমিটির সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী বলেন, ‘ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন সবকিছু ঠিক আছে।’

স্বাধীনতা দিবসে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে, সহকারী প্রক্টর কাজী এম. আনিছুল ইসলাম বলেন, আজকে যা হয়েছে তা খুবই সাধারণ বিষয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি দায়িত্ব নেয়ার পর থেকেই নানা বিষয় নিয়ে অশান্ত হয়ে উঠেছে ক্যাম্পাস।


আরো সংবাদ



premium cement
বৃষ্টির নামাজ আদায়ের নিয়ম আজও স্বর্ণের দাম ভরিতে ৬৩০ টাকা কমেছে শিক্ষাপ্রতিষ্ঠান ২৮ এপ্রিল খুলে দেয়ার প্রস্তুতি, ক্লাস চলবে শনিবারও মিরসরাইয়ে জুস খাইয়ে অজ্ঞান করে লুট, মূল হোতা গ্রেফতার বৃষ্টি কামনায় ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ইসতিসকার নামাজ আদায় কুবিতে আল্টিমেটামের পর ভিসির কার্যালয়ে তালা ঝুলাল শিক্ষক সমিতি সাজেকে সড়ক দুর্ঘটনায় ৫ শ্রমিক নিহতের খবরে ঈশ্বরগঞ্জে শোক দুর্যোগে এশিয়ায় সবচেয়ে বেশি মৃত্যু কেন বাংলাদেশে? জবিতে ভর্তি পরীক্ষায় আসন বেড়েছে ৫০টি বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

সকল