বান্দরবানে আগুনে পুড়ল ৩০টি দোকান ও ১৫টি ঘর
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ মার্চ ২০২৩, ১৩:০৬
বান্দরবান জেলার থানচি বাজারে আগুনে পুড়ে গেছে অন্তত ৩০টি দোকান ও ১৫টি বসতবাড়ি। শনিবার (২৫ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।
থানচি উপজেলার চেয়ারম্যান থোয়াইহা মং মারমা জানান, থানচি উপজেলা বাজারে দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ৪৫টি বিভিন্ন জিনিসপত্রের দোকান পুড়ে গেছে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়স্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানা গেছে, চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এছাড়া গত ২২ মার্চ বান্দরবানের থানচি উপজেলার বলিবাজার এলাকায় অগ্নিকাণ্ডে ৪৭টি দোকান পুড়ে যায়।
সূত্র : ইউএনবি