সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
- সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৩ মার্চ ২০২৩, ২২:২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় একসাথে দু’বন্ধু নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ৭টার দিকে উপজেলার কালু শাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের নাম মো: মহিউদ্দিন ও অপরজনের নাম মো: ইউসুফ।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দোকানের মালামাল ক্রয় করতে চট্টগ্রাম শহরে দিকে যাচ্ছিলেন। কালু শাহ এলাকার মহাসড়কে পৌঁছালে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
পরে খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দু’টি উদ্ধার করে।
বার আউলিয়া হাইওয়ে থানার এএসআই মো: আমির উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে লাশ দু’টি উদ্ধার করা হয়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দু’টি হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা