২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮ আশ্বিন ১৪৩০, ০৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

চকরিয়ায় বিপুল পরিমাণ ভেজাল ঘি ও খাদ্যসামগ্রী উদ্ধার

চকরিয়ায় বিপুল পরিমাণ ভেজাল ঘি ও খাদ্যসামগ্রী উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ঘি ও ভেজাল খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নে অবৈধভাবে গড়ে তোলা ভেজাল ঘি তৈরির কারখানায় সন্ধান পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নিষিদ্ধ রাসায়নিক পদার্থ, ডালডা, পাম অয়েল, গাছের গুঁড়ি মতো বস্তু দিয়ে ভেজাল ঘি, চা পাতা ও অন্য খাদ্যসামগ্রী উৎপাদনরত অবস্থায় পাওয়া যায়।

এ সময় আনুমানিক পাঁচ মণ ভেজাল ঘি ও দুই-তিন মণ নকল চা পাতা জব্দ করে নষ্ট করা হয়। ঘটনাস্থল থেকে বাঘাবাড়ীর ‘ঘি’, পাবনার নকল কৌটা ও ফ্রেশ চা পাতার নকল প্যাকেট উদ্ধার করা হয়। একইসাথে এসব ভেজাল ও নকল পণ্য উৎপাদনের দায় স্বীকার করায় অভিযুক্তকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

একই দিনে চকরিয়া পৌর শহরে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালনো হয়। এ সময় বেশ কয়েকটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ ও লাইসেন্সবিহীন অবস্থায় ব্যবসা পরিচালনা করার দায়ে একটি হোটেলকে সিলগালা করা হয়। হোটেল থেকে আটক করা হয় অপ্রাপ্ত বয়স্ক স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ বেশ কিছু বহিরাগত লোকজনকে। তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

আরো চারটি হোটেলকে লাইসেন্স ও রেজিস্ট্রেশনহীন অবস্থায় ব্যবসা পরিচালনার দায়ে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে 'কোম্পানি কমান্ডার, র‍্যাব ১৫'-এর নেতৃত্বে একটি দল উপস্থিত ছিলেন ও স্যানিটারি ইন্সপেক্টর (চকরিয়া) সার্বিক সহযোগিতা করেন।


আরো সংবাদ



premium cement
ঝালকাঠিতে বিএনপির রোড মার্চ অনুষ্ঠিত জাতিসঙ্ঘের সামনে আ’লীগ-বিএনপির মধ্যে বোতল ছোড়াছুড়ি চান্দিনায় নিখোঁজ প্রতিবন্ধী শিশুর লাশ মিললো পুকুরে ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সম্পাদক মাসুম চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহিদ, সম্পাদক মিজান অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ৪.৫ মিলিয়ন সুদসহ ২০০ মিলিয়ন ডলার ঋণ বাংলাদেশকে পরিশোধ করেছে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভাঙলেন অভিষিক্ত খালেদ নিউইয়র্কে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর হাতে স্প্যানিশ নাগরিকের ইসলাম গ্রহণ যুদ্ধে সমর্থন আদায়ের জন্য জেলেনস্কি কানাডায় ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড

সকল