২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নোয়াখালীতে শিশু অপহরণকারীর যাবজ্জীবন

- ছবি : প্রতীকী

নোয়াখালীতে শিশু অপহরণ করায় করা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১-এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে আসামি অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম আবুল বাশার (৪০)। তিনি লক্ষীপুর কমলনগর থানার চর পাগলা গ্রামের সাবু মিকার ওরফে সফিউল্লার ছেলে।

আদালতের রাষ্ট্রীয় আইনজীবী (পিপি) মামুনুর রশীদ লাভলু জানান, আবুল বাশার চাটখিল উপজেলার দৌলতপুর গ্রামে ভাড়া বাসায় থাকত। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারিতে সে ওই গ্রামের নুরনবীর ছেলে জিহাদ হোসেনকে (৬) অপহরণ করে। পরে মোবাইল ফোনে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করেন। তখন পুলিশ শিশুটিকে উদ্ধার করে।

আদালত আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় প্রদান করেছেন।


আরো সংবাদ



premium cement