২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

এবার নজরবন্দি স্বতন্ত্র প্রার্থী আবু আসিফের স্ত্রী

এবার নজরবন্দি স্বতন্ত্র প্রার্থী আবু আসিফের স্ত্রী। - প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) সংসদীয় আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের স্ত্রী মেহেরুন্নিছাকে সাদা পোশাকধারী লোকজন দিয়ে নজরবন্দি করার অভিযোগ উঠেছে।

রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় মেহেরুন্নিছা সাংবাদিকদের কাছে নিজেই এই অভিযোগ করেন।

এছাড়া শুক্রবার রাত থেকে তার স্বামী আসিফকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার স্বজনরা। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি।

আবু আসিফ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি। নির্বাচনে অংশগ্রহণের জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির দলছুট নেতা আব্দুস সাত্তারের বিপরীতে আসিফকেই শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।

আবু আসিফের স্ত্রী মেহেরুন্নিসা রোববার সন্ধ্যায় মুঠোফোনে জানান, ‘আমাকে নজরবন্দি করে রাখা হয়েছে। সাদা পোশাকধারী লোকজন আমার বাসায় সামনে এসে ভিডিও করে রাখে। আমার কোনো কর্মী আসতে পারছে না। আমার কাজের লোক পর্যন্ত আসতে পারছে না।’

তিনি আরো বলেন, ‘আমাদের এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। মানুষ ভোট দেয় উৎসবমুখর পরিবেশে, আর এখানে আমরা আতঙ্কের মধ্যে আছি। আমার বাসায় কেউ আসতে পারছে না, আমি কোথাও যেতে পারছি না।’

এদিকে, ২৫ জানুয়ারি রাত থেকে আসিফের শ্যালক ও তার নির্বাচন পরিচালকারী কমিটির প্রধান সমন্বয় শাফায়েত হোসেন (৩৮) নিখোঁজ রয়েছেন। এখনো তার কোনো সন্ধান মিলেনি। এছাড়া ২৫ জানুয়ারি রাতে পুলিশ আসিফের প্রধান নির্বাচনী প্রচারণা প্রধান মুসা মিয়াকে (৮০) একটি মারামারির মামলায় গ্রেফতার করে জেল-হাজতে পাঠায়।

এসব বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ‘পুলিশ কখনোই তার (আবু আসিফ) বাড়িতে যায়নি, এখনো নেই। তিনি নিখোঁজ আছেন কিনা, সে বিষয়েও আমাদের কাছে কোনো তথ্য নেই। আমাদের কাছে কোনো অভিযোগও আসেনি।’


আরো সংবাদ



premium cement
মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু আল-আকসায় কোনো ধরণের সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হলো তৃতীয় জুমআর জামাত ‘পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে’ গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’ অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান

সকল