১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

ঢাকায় সমাবেশে যাওয়ার পথে ছাত্রদল নেতাকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

ঢাকায় সমাবেশে যাওয়ার পথে ছাত্রদল নেতাকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাই থেকে ঢাকায় সমাবেশে যাওয়ার পথে আসিফ নুর খান নামের এক ছাত্রদল নেতাকে পিটিয়ে ছাত্রলীগ পুলিশে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাত ১২টার দিকে উপজেলা সদর বাস কাউন্টার থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

আসিফ উপজেলার মঘাদিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের মকসুদ আহাম্মদের ছেলে। তিনি মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলা উদ্দিন বলেন, আসিফ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে যোগ দিতে আসিফ ঢাকায় যাওয়ার জন্য উপজেলা সদরের বাস কাউন্টারে গেলে সেখানে ছাত্রলীগের ছেলেরা তাকে মারধর করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

ঢাকায় সমাবেশে যাওয়ার পথে ছাত্রদল নেতাকে পিটিয়ে পুলিশে দেয়ার বিষয়ে জানতে চাইলে মিরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল বলেন, গতকাল রাতে সন্দেহজনক গতিবিধি দেখে অন্য এলাকার ছাত্রলীগের কর্মীরা এক ছাত্রদল নেতাকে ধরে পুলিশে দিয়েছেন বলে তিনি জেনেছেন। তবে তাকে মারধর করার তথ্য সত্য নয় বলে তার দাবি।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কবির হোসেন বলেন, গতকাল রাতে ব্যাগসহ সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয় কিছু ছেলে এক ছাত্রদল নেতাকে ধরে পুলিশে দিয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে একটি মামলা পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement
কিমিচের একমাত্র গোলে আর্সেনালকে পরাজিত করে সেমিফাইনালে বায়ার্ন বিরোধী দলকে ভাঙতে ষড়যন্ত্র করছে সরকার : ড. মঈন খান মোস্তাফিজের বিকল্প ভাবছে চেন্নাই, দলে ভিড়িয়েছে এক ইংলিশ পেসার বিদেশ যাওয়া হলো না আশরাফুলের, বাসচাপায় মামাসহ নিহত ‘সন্ত্রাসীদের ঘরে ঢুকে মারা’ বিষয়ে নরেন্দ্র মোদির মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া মাতৃভূমি রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য : সেনাপ্রধান ব্রিটিশ হাই কমিশনারের সাথে বিএনপি নেতাদের বৈঠক ১ হাজার টাকার জন্য পেশাদার ছিনতাইকারীরা খুন করে ভ্যানচালক হারুনকে দেশের মানুষ পরিবর্তন চায় : মতিউর রহমান আকন্দ টানা ১১ জয়ে ডিপিএলের প্রথম পর্ব শেষ করলো আবাহনী দেশে করোনায় আরো একজনের মৃত্যু

সকল