২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কৃষকের মেয়ে ফারজানা জিপিএ-৫ পেয়ে স্বপ্ন পূরণ

কৃষকের মেয়ে ফারজানা জিপিএ-৫ পেয়ে স্বপ্ন পূরণ - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়িতে অভাবকে জয় করে জিপিএ-৫ পেয়ে স্বপ্ন পূরণ করেছে দরিদ্র কৃষক পরিবারের মেয়ে ফারজানা আক্তার।

ফারজানা ধোপাছড়ি শীল ঘাটা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেতে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ পেয়েছে সে। এতে শিক্ষক, বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও দরিদ্র বাবা-মাসহ পরিবারের সবাই খুশি হয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইছহাক বলেন, ফারজানার বাবা আবদুল হালিম কৃষিকাজ করতেন। বেশ কয়েক বছর ধরে তিনি প্রবাসে গিয়ে কাঙ্ক্ষিত কাজ না পেয়ে অনাহারে অর্ধাহারে রয়েছেন । তার মা হালিমা খাতুন শত অভাবের মধ্যেও ধার-দেনা করে মেয়ের শিক্ষার খরচ চালিয়েছেন। শিক্ষার্থী হিসেবে ফারজানার মেধাও ছিল প্রখর। সে জিপিএ-৫ পেয়ে ধোপাছড়ির মুখ উজ্জল করেছে।


আরো সংবাদ



premium cement