২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ছেলের ভালো ফলাফল দেখতে পেলেন না সন্ত্রাসী হামলায় নিহত নুর আলম

ছেলের ভালো ফলাফল দেখতে পেলেন না সন্ত্রাসী হামলায় নিহত নুর আলম। - ছবি : নয়া দিগন্ত

ছেলে তাসিকুল আলমের ভালো ফলাফল দেখতে পেলেন না সন্ত্রাসী হামলায় নিহত নুর আলম। কষ্ট করে পরিবার চালালেও ছেলের পড়াশোনায় তিনি কোনো কমতি রাখেননি। এর ফলশ্রুতিতে তাসিকুল এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন।

তাসিকুল চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের মেহেরুন নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তিনি এবার ব্যবসায় বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছেন।

তাসিকুল আলম নয়া দিগন্তকে জানান, ‘বাবা অনেক কষ্ট করে আমাকে এ পর্যায়ে এনেছেন। বাবা নিজেই আমাকে পরীক্ষার হলে পৌঁছে দিতেন। বাবার স্বপ্ন ছিল, আমি পড়াশোনা করে ভালো কিছু করব। বাবার সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপে আমি উত্তীর্ণ হয়েছি। আজ এমন খুশির দিনে বাবা নেই। সত্যি খুব কষ্ট লাগছে।’

তিনি আরো বলেন, ‘আমি পরিবারের বড় ছেলে। বাবার অনুপস্থিতিতে আমাকেই পরিবারের হাল ধরতে হবে। এখন আমার পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়েছে।’

নুর আলমের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমার স্বামী গাড়িচালক হলেও সব সময় ছেলে-মেয়ের পড়াশোনার জন্য সচেতন ছিলেন। আমার ছেলে আজ এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। কিন্তু তার বাবা এখন দুনিয়াতে নেই। তিনি থাকলে অনেক খুশি হতেন।’

তিনি অভিযোগ করেন, ‘আমার স্বামীর খুনীদের বিরুদ্ধে থানায় মামলা করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি।’ এ সময় তিনি অবিলম্বে খুনীদের গ্রেফতারের দাবি জানান।

তাসিকুল আলমের ছোট দুই বোন আছেন। ইসরাত জাহান সীমা ষষ্ঠ শ্রেণিতে ও তানিসা তাবাচ্ছুম চতুর্থ শ্রেণিতে পড়ে।

মেহেরুন নেছা ফয়েজ উচ্চ বিদ্যলয়ের শিক্ষক মো: মহিউদ্দিন ওসমানী বলেন, ‘আমাদের ছাত্র তাসিকুল আলম সিফাত ব্যবসায় বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা পেশায় মাইক্রোচালক ছিলেন। ছেলেকে অনেক কষ্ট করে তিনি এতদূর নিয়ে এসেছেন। আজ তিনি নেই, সত্যি খারাপ লাগছে। ছেলেটার জন্য দোয়া রইল।’

উল্লেখ্য, গত ৭ নভেম্বর সন্ধ্যায় স্থানীয় গোলকেরহাট বাজারে তুচ্ছ কারণে (কথা কাটাকাটি) স্থানীয় ব্যবসায়ী মোরশেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী নুর আলমের ওপর নৃশংস হামলা চালায়। এতে তিনি গুরুতর আহন হন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন ২১ নভেম্বর মারা যায়।


আরো সংবাদ



premium cement