২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

খাগড়াছড়ি জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২

উদ্ধার তৎপরতা - ছবি : নয়া দিগন্ত

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৯ জন।

শনিবার বিকেল পৌনে ৪টার দিকে জেলা পরিষদের সম্প্রসারিত ছাদের ঢালাই চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন মো: সাজ্জাদ হোসেন (১৯) জেলা শহরের কলেজ গেইট এলাকার টিউবয়েল মিস্ত্রি মো: আমিনের ছেলে। তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন বলে জানা গেছে। অপরজনের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢালাইয়ের কাজে কর্মরত মিস্ত্রি মো: জালাল জানায়, সকাল থেকে তারা অন্তত ২৪ জন লোক ছাদ ঢালাইয়ের কাজে নিয়োজিত ছিলেন। ঢালাইয়ের কাজ কিছুটা বাকি থাকতেই বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ মঠমঠ শব্দ শুনতে পেয়ে ছোটাছুটি করে সবাই সরে যায়। তখন ছাদের নিচে থাকা শ্রমিকরা চাপা পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসা অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা জানান, উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আরিফুর রহমান জানান, নিহত দুই শ্রমিকের লাশ সদর হাসপাতালে রয়েছে। উদ্ধার হওয়া বাকি আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।

খবর পেয়ে তিন পার্বত্য জেলার সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই মেজর জাহিদ হাসানসহ অন্যরা ঘটনাস্থলে আসেন।

এ বিষয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন, এ ঘটনায় আমি মর্মাহত। আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এ ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উদ্ধার কার্যক্রম শেষ হলে নিহত ও আহতদের ক্ষতিপূরণের বিষয়ে জানানো হবে বলেও জানান পরিষদ চেয়ারম্যান।


আরো সংবাদ



premium cement
মহানবীকে কটূক্তির প্রতিবাদে লালমোহনে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রিমিয়া সাগরে বিধ্বস্ত হলো রুশ সামরিক বিমান জর্ডান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী বিচারক এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান

সকল