২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মাইজভাণ্ডারীর উরস উপলক্ষে এসজেডএইচএম ট্রাস্ট্রের ৮ দিনব্যাপী কর্মসূচি শুরু

মাইজভাণ্ডারীর উরস উপলক্ষে এসজেডএইচএম ট্রাস্ট্রের ৮ দিনব্যাপী কর্মসূচি শুরু - ছবি : সংগৃহীত

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী-এর ৩৪তম উরস শরিফ উপলক্ষে ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট’-এর গৃহীত ৮ দিনব্যাপী কর্মসূচি নেয়া হয়েছে।

জানা যায়, এর অংশ হিসেবে প্রথম দিবসে ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র খলিফাদের আওলাদদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়।

ধারাবাহিক কর্মসূচির মধ্যে রয়েছে ০৩ অক্টোবর সোমবার ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর জীবনী আলোচনা, র‌্যালি ও অন্য অনুষ্ঠানমালা, ০৪ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে ‘একুশ শতকে মুসলিম উম্মাহর চ্যালেঞ্জসমূহ : সমাধান কোন পথে?’ শীর্ষক সেমিনার, ০৫ অক্টোবর বুধবার ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও স্ব স্ব প্রতিষ্ঠান পরিচ্ছন্নতা কর্মসূচি এবং ছাত্র-ছাত্রীদের নীতি-নৈতিকতা বিষয়ক বিভিন্ন বিষয় আলোচনা, ০৬ অক্টোবর বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলার ৬০টি রেজিস্টার্ড এতিমখানার ২৭৩৮ জনছাত্র-ছাত্রীদের মাঝে একবেলা খাবার সরবরাহ, ০৭ অক্টোবর শুক্রবার মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদ নিয়ন্ত্রণাধীন শাখা কমিটিগুলোর ব্যবস্থাপনায় স্ব স্ব এলাকার মসজিদে বাদ জুমা কুরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠান, ০৯ অক্টোবর রোববার ঈদ-এ-মিলাদুন্নবী সা: উপলক্ষে দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ১১ অক্টোবর মঙ্গলবার ইসলামের ইতিহাস ও ঐতিহ্য সম্বলিত দুর্লভ চিত্র ও ভিডিও প্রদর্শনী, উপদেশমূলক, দিক-নির্দেশনা সম্বলিত প্রচার, বিশুদ্ধ পানীয় ব্যবস্থা, অস্থায়ী টয়লেটের ব্যবস্থা এবং ১২ অক্টোবর বুধবার ভোর ৬টায় রওজা শরিফ মাঠ হতে শানই আহমদীয়া গেইট পর্যন্ত পরিস্কার-পরিচ্ছন্ন কর্মসূচি।

প্রেস বিজ্ঞপ্তি

 

 


আরো সংবাদ



premium cement