২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বোয়ালখালীতে পাহাড়ি ছড়ায় ডুবে কলেজছাত্রের মৃত্যু

বোয়ালখালীর পাহাড়ি ছড়ায় ডুবে কলেজছাত্রের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা পাহাড়ে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে ছড়ায় পানিতে ডুবে রিদুয়ানুল ইসলাম রিজভী (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা পাহাড়ে এই ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টায় তার লাশ উদ্ধার করা হয় বলে জানা গেছে।

নিহত রিজভী নগরীর নাসিরাবাদ এলাকার আমিনুল ইসলাম দৌলতের ছেলে। তার বাড়ি রাউজানের নোয়াজিষপুরের নাদিমপুর গ্রামে। তিনি শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজের বন্ধুরা মিলে শনিবার বিকেলে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা পাহাড়ে বেড়াতে যান। এ সময় তারা পাহাড়ের গহীনে ‘একুতি ছড়া’ নামক ঝর্ণায় যান। তিন বন্ধু পাহাড়ে বিচরণ করলেও, ছড়ায় নামে বাকি তিন বন্ধু। এ সময় বৃষ্টি হলে ঝর্নার পানির তোড়ে ভেসে যায় রিজভী। রাত ৭টায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার পুলিশ চট্টগ্রাম (ওসি) মো: আবদুর রাজ্জাক ছড়ার পানিতে কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement