২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সভাপতি মিলন, সম্পাদক লিটন

- ফাইল ছবি।

ব্রাহ্মণবাড়িয়ার প্রধান সাংস্কৃতিক সংগঠন সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্থানীয় কাচারী এলাকায় অবস্থিত সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সদস্যদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে ফিরোজ মিয়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক শরীফুল ইসলাম মিলন ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আলমগীর কবির পেয়েছেন ১১৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: লিটন মোল্লা। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান মুন্সী পেয়েছেন ২১৮ ভোট।

উল্লেখ্য, সংগঠনটির কার্য-নির্বাহী কমিটির মোট ২১টি পদের মধ্যে শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৭টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকী দুটি পদে কেউ মনোনয়নপত্র ক্রয় না করায় এসব পদ শূন্য রয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম আহসান উল্লাহ জুয়েল জানান, সংগঠনটির মোট ৫০৮ জন ভোটারের (সদস্য) মধ্যে ৪৫৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

উল্লেখ্য, উপজেলার প্রধান সাংস্কৃতিক সংগঠন সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্র। প্রতিষ্ঠার পর থেকে প্রায় দুই যুগ ধরে সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্র বিজয় মেলার মাধ্যমে একই মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দল ও মতাদর্শের নেতৃবৃন্দের বক্তৃতার সুযোগ করে দেয়। এর বিজয় মঞ্চে প্রতিবছর জাতীয় রাজনীতিক, কবি-সাহিত্যিক, শিক্ষাবিদ ও সাংবাদিকসহ দেশবরেণ্য ব্যক্তিত্ব অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোচনায় অংশ নিয়ে আসছে। ফলে সংগঠনটি জেলার অন্যতম জনপ্রিয় সংগঠনে রূপ নেয়।


আরো সংবাদ



premium cement
গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু তানজানিয়ায় বন্যায় ১৫৫ জনের মৃত্যু বাংলাদেশসহ এশিয়ার ৩ দেশে কাতার আমিরের সফরে কী লাভ ও উদ্দেশ্য? মধুখালীর ঘটনায় সঠিক তদন্ত দাবি হেফাজতের ফর্মে ফিরলেন শান্ত জামায়াতের ৫ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ যুবলীগ কর্মীদের, নিন্দা গোলাম পরওয়ারের চায়ের সাথে চেতনানাশক খাইয়ে স্বর্ণালঙ্কার চুরি ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল সেহেলী সাবরীন

সকল