২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সাতকানিয়ায় চলন্ত বাস সেতুর নিচে, আহত ১৪

সাতকানিয়ায় চলন্ত বাস সেতুর নিচে, আহত ১৪। - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় চলন্ত একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে পড়ে গেছ। এতে আহত হয়েছেন বাসের অন্তত ১৪ জন যাত্রী। দুর্ঘটনার খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতকানিয়া নয়াখাল-তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন আল আমিন (২১), হালিমা বেগম (১৬), শারমিন আক্তার (২৫), একরাম (৩২), মোহাম্মদ নাসির উদ্দিন (২৭), মোহাম্মদ আব্দুল্লাহ (১২), মোহাম্মদ সরওয়ার কামাল (৩৫), আবুল হাশেম (৪৫), জেসমিন আক্তার (৩৫), মোহাম্মদ জায়াদ (৫), ফরিদা আক্তার (১৭), মাহমুদা খাতুন (৬০) ও হাসান নুর (১৮)।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্ণায়েন জানান, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে ১৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

দোহাজারী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করা হয়।


আরো সংবাদ



premium cement