২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নোয়াখালীতে বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে মানববন্ধন। - ছবি : নয়া দিগন্ত

‘বিনা মূল্যে নিরাপদ ও পর্যাপ্ত সুপেয় পানি প্রাপ্তি আমার অধিকার’-এ প্রতিপাদ্যে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের সুবর্ণচরে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মানববন্ধনকারীরা সড়কে খালি কলস রেখে প্রতিবাদ জানায়।

রোববার দুপুরে উপজেলা পরিষদ-সংলগ্ন মুক্তিযোদ্ধা চত্ত্বরে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে এলাকাবাসী।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন মো: সাইফুল ইসলাম সুমন, কেফায়েত উল্যাহ, জাকির হোসেন, সাংবাদিক আবদুল বারি বাবলুসহ আরো অনেকে।

বক্তারা বলেন, জেলার উপকূলীয় জনপদের একটি সুবর্ণচর। গতকয়েক বছর ধরে এ উপজেলার প্রতিটি এলাকায় সুপেয় পানির সঙ্কট দেখা দিয়েছে, যা চলতি বছরে প্রকট আকার ধারণ করে। সুপেয় পানির রক্ষায় কৃষি কাজে ব্যবহৃত গভীর নলকূপের ব্যবহার কমিয়ে আনতে হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে খাল, বিল, নদী-নালাতে বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে। এ ছাড়া সুবর্ণচরের দক্ষিণ সীমানা ঘেঁষে বয়ে যাওয়া মেঘনার মরা খালটি পুনঃখনন করে পানি সঞ্চয় করে সুবর্ণচর ও হাতিয়া উপকূলে দু’লক্ষাধিক ভূমি কৃষি কাজে ব্যবহার করা যাবে। এতে করে সুপেয় পানির সঙ্কট অনেকটাই কমে যাবে।


আরো সংবাদ



premium cement