২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কর্ণফূলীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

কর্ণফূলীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের কর্ণফূলী উপজেলায় নালার পানি চলাচলের বিরোধকে কেন্দ্র করে রাম দায়ের কোপে নিহত নুরুল আনোয়ার (৩১) হত্যা মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে (২৫) ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকার কদমতলী থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক হত্যায় ব্যবহৃত রাম দা’টি উদ্ধার করা হয়।

গত বুধবার (১০আগস্ট) বিকেলে কর্ণফূলী উপজেলার চরক্ষ্যা গ্রামে নালার পানি চলাচলের বিরোধ নিয়ে নুরুল আনোয়ারকে রাম দায়ের কোপে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের বড় ভাই মোহাম্মদ আফছার কর্নফূলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশ প্রধান আসামিকে গ্রেফতার করল। পুলিশ পরিদর্শক দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।


আরো সংবাদ



premium cement