২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

নোয়াখালীতে ১০ টাকার জন্য অটোচালককে হত্যা : গ্রেফতার ২

নোয়াখালীতে ১০ টাকার জন্য অটোচালককে হত্যা : গ্রেফতার ২ - ছবি : নয়া দিগন্ত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১০ টাকার ভাড়া নিয়ে বিতর্কের জেরে অটোরিকশাচালক বলরাম মজুমদারকে (১৫) হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নিহত বলরাম উপজেলার চর হাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সনাতন মহাজন বাড়ির লনি গোপালের ছেলে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম। এর আগে বুধবার কোম্পানীগঞ্জ ও সেনবাগে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতাররা হলেন সেনবাগ উপজেলার ৯ নম্বর নবিপুর ইউনিয়নের নারায়ণ চন্দ্র দাসের ছেলে শ্যামল চন্দ্র দাস (৩২) ও সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ির মৃত মোস্তফা মিয়ার ছেলে আবদুল খালেক ওরফে তোতা মিয়া (৫২)।

পুলিশ জানায়, চলতি বছরের ৩১ জানুয়ারি বলরামের অটোরিকশায় বসুরহাট কলেজ রোড থেকে উপজেলার ৪ নম্বর চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মহিষের ডগি এলাকায় যায় আসামিরা। সেখানে ভাড়া নিয়ে বিতর্কের জেরে ইউনুছ চৌকিদারের বাড়ির পূর্ব পাশে কৃষি জমিতে নিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। পরে আসামি আব্দুল খালেক ওরফে তোতা মিয়ার কাছে অটোরিকশাটি ২৭ হাজার টাকায় বিক্রয় করা হয়। বিক্রির টাকা থেকে পাঁচ হাজার ভাগ নেয় অপর আসামি শ্যামল চন্দ্র দাস।

স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে জানায়। পরে ওই লাশ উদ্ধার করে করে পুলিশ।


আরো সংবাদ



premium cement
এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ

সকল