২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

হাটহাজারিতে জনশূন্য ঘরে আগুন, এক পরিবারের সবই পুড়ে ছাই

হাটহাজারিতে জনশূন্য ঘরে আগুন লেগে প্রায় নিঃস্ব হলো এক পরিবার - প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে রাতে জনশূন্য ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কৃষক পরিবারের সবই পুড়ে ছাই হয়ে গেছে। চট্টগ্রাম উপজেলার মির্জাপুর ২ নম্বর ওয়ার্ড মনসুরাবাদ কলোনির পশ্চিমে গলাচিপা এলাকায় আবুল কালামের বাড়িতে বুধবার দিবাগত রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

বুধবার রাতে এ অগ্নিকাণ্ডের সময় ওই ঘরে বসবাসকারী কেউ ছিলো না। রাত ৯টায় আগুন লেগে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা সারা ঘরে ছড়িয়ে পড়লে এলাকার মানুষ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। ফলে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় ৪টি খাট, ১টি স্টিলের আলমিরা ও ১টি শোকেসসহ প্রায় ৩ লাখ টাকা মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে হবে জানার ঘরের মালিক মোঃ সুজন (২২)।

সুজন জানান, বাবা-মা মারা যাওয়ার পর আমরা তিন ভাই ডালিম (৩২), আমি, ও মোঃ ইব্রাহিম(২০) এ ঘরে বসবাস করে আসছি। আমরা ঘরের বাইরে থাকায় কিভাবে আগুনের সূত্রপাত হয় তা জানি না। সব পুড়ে ছাই হয়ে গেছে, আমরা এখন নিঃস্ব। আমাদের মাথা গোঁজার ঠাঁইও নেই। ঘরে কেউ না থাকায় কোনো রকম হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে লিডার মোঃ ফজল মিয়ার নেতৃত্বে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলেও এর আগেই পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।

জনশূন্য ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস ইউনিটের নেতৃত্বে থাকা ফজল মিয়া।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন খান সুমন। তাৎক্ষণিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেন। রাতেই হাটহাজারী মডেল থানার এসআই রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।


আরো সংবাদ



premium cement