২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সীতাকুণ্ডে বিস্ফোরণ : এক মাস পর আরো ১ লাশ উদ্ধার

- ছবি - সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপো বিস্ফোরণের এক মাস পর আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫০ জনে।

সোমবার বিকেল ৪টার দিকে ডিপোর টিনশেড থেকে লাশটি উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএম ডিপোর ভেতরে পরিষ্কার করতে গিয়ে একজনের লাশ পাওয়া গেছে। টিন শেডের ভেতর থেকে শরীরের পুড়ে যাওয়া বিভিন্ন অঙ্গ, প্রত্যঙ্গ ছাড়াও মাথার খুলি পাওয়া গেছে। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, হাসপাতালে শুধু দেহের অংশবিশেষ এসেছে। এগুলো পুড়ে যাওয়া লাশের কয়েকটি টুকরো। এখানে ঠিক কতজনের দেহের অংশ রয়েছে তা ডিএনএ পরীক্ষা ছাড়া বলা যাবে না। এগুলো হিমাগারে সংরক্ষণ করে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণ ঘটে। এতে প্রথম ৪১ জনের লাশ উদ্ধার করা হয়। পরে ১৩ জুন পর্যন্ত ৪৯ জন নিহতের কথা নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ১০ জনই ফায়ার সার্ভিসের কর্মী।


আরো সংবাদ



premium cement