২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ফেনীতে বিএনপির কর্মসূচি ঠেকাতে ছাত্রলীগের মহড়া

ফেনীতে বিএনপির কর্মসূচি ঠেকাতে ছাত্রলীগের মহড়া। - ছবি : নয়া দিগন্ত

ফেনীতে বিএনপি ঘোষিত বিক্ষোভ মিছিল ঠেকাতে শহরে মহড়া দিচ্ছে ছাত্রলীগ নেতা-কর্মীরা।

রোববার সকাল থেকে তারা শহরের ট্রাঙ্ক রোডে জড়ো হয়ে দফায় দফায় মিছিল করে বিএনপির বিরুদ্ধে স্লোগান দেয়।

জানা যায়, জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহাম্মদ তপু ও সাধারণ সম্পাদক নূর করীম জাবেদ মিছিলে নেতৃত্ব দেন। মিছিলের অগ্রভাগে ফেনী সরকারি কলেজ সভাপতি নোমান হাবিব, পৌর সভাপতি কাজী নিজাম উদ্দিন শুভ, সাধারণ সম্পাদক আবুল হাছনাত তুষার, সদর উপজেলা সভাপতি কামরুজ্জামান রাজু, সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ ছিলেন।

বিএনপি নেতারা জানিয়েছে, ফুলগাজীতে ত্রাণ বিতরণস্থলে ১৪৪ ধারা জারি এবং প্রস্তুতি সভায় হামলার প্রতিবাদে জেলা বিএনপি দু’দিনের কর্মসূচি ঘোষণা করে। রোববার সকল উপজেলা ও পৌরসভার উদ্যোগে বিক্ষোভ এবং সোমবার জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভের ডাক দেয়া হয়।

জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহম্মদ তপু জানান, ফেনীতে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে বিএনপি নানা পাঁয়তারা করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নেতৃত্বে ছাত্রলীগ সতর্ক পাহারায় রয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে মহড়া দিয়ে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে।

তিনি বলেন, এসব হুমকি-ধমকিতে এখন আর জনগনণ ভয় পায় না। বিএনপির কর্মসূচি যথারীতি পালিত হবে বলে তিনি দাবি করেন।


আরো সংবাদ



premium cement