২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

চট্টগ্রামে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ৫০

চট্টগ্রামে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ৫০ - ছবি : সংগৃহীত

চট্টগ্রামে একদিন পর করোনাভাইরাসে আক্রান্ত আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান ঢেউয়ের সময়ে এখানে দু’ জনের মৃত্যু হলো। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৮৩ শতাংশ।

রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে ৭টি ল্যাবে ২৯৭টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৫ জন নগরীর বাসিন্দা। বাকিদের মধ্যে বাঁশখালীর ১, আনোয়ারার ২, রাঙ্গুনিয়ার ১ ও সন্দ্বীপের একজন আক্রান্ত হয়েছেন।

শনিবার চট্টগ্রামে ৪৩ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৩৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৭৩০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৫ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৯ জনের।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement