১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

বৃহত্তর নোয়াখালীতে আ’লীগ ত্রাসের রাজত্ব কায়েম করছে : আবদুস সালাম

বৃহত্তর নোয়াখালীতে আ’লীগ ত্রাসের রাজত্ব কায়েম করছে : আবদুস সালাম - ছবি: নয়া দিগন্ত

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, আওয়ামী লীগ দেশে অরাজকতা সৃষ্টি করেছে। এ অরাজকতার মধ্যে ফেনীবাসী সব সময় যুদ্ধ করে টিকে আছে। ফেনীসহ বৃহত্তর নোয়াখালীতে আওয়ামীলীগ ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

শনিবার ফেনী শহরের ইসলামপুর রোডের বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব ও ফেনী-১ নির্বাচনী এলাকার দলীয় সমন্বয়ক রফিকুল আলম মজনু।

এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন আহেমদ ও হারুনুর রশিদ (ভিপি হারুন), কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম এ খালেক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, আনোয়ার হোসেন পাটোয়ারী, যুবদলের সাধারণ সম্পাদক খোন্দকার নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, ছাত্রদল সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়াকে সরকার ভয় পায় উল্লেখ করে চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, ‘সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখনো জনপ্রিয় নেত্রী। তাকে আওয়ামী লীগ ভয় পায় বলে মুক্তি দেয়া হচ্ছে না। নির্বাচনী এলাকায় ত্রাণ দিতে আওয়ামী ক্যাডার ও পুলিশ সম্মিলিতভাবে বাঁধা দিয়েছে। ফুলগাজীর ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। দেশে কি মগের মুল্লুক চলছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই সেখানে যাইনি।’

তিনি বলেন, রাষ্ট্রের ত্রাণভাণ্ডার লুট করছে আওয়ামীলীগ। পদ্মা সেতু উদ্বোধনের পেছনে খরচ হওয়া টাকাও যদি বানভাসি মানুষকে দিত তাহলে মানুষ কিছু পেত।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরে দুর্ঘটনায় মা-ছেলে নিহত, আহত বাবা-মেয়ে দিরাইয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের পাঠ্যক্রম গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির বগুড়ায় পুলিশ পরিচয়ে ট্রাকভর্তি কলা ছিনতাই : গ্রেফতার ৪ ওয়ালটনের আদর্শ ও নীতিমালার পরিপন্থী নাটক প্রচার করায় বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল স্নান করতে গিয়ে দূর্গাসাগর দীঘিতে ডুবে একজনের মৃত্যু ঢাকা-দিল্লি সম্পর্ককে লালন করে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে : শ্রিংলা মানবতার কল্যাণে জীবন বাজি রেখে আন্দোলনে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭ ফিট তামিমকে যেকোনো ফরম্যাটের দলে চান বাংলাদেশ অধিনায়ক বিকেবি ও রাকাব একীভূতকরণের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

সকল