১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৪০ গরু উদ্ধার

মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৪০ গরু উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

বান্দরবানের আলীকদম মিয়ানমার সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা ৪০টি গরু উদ্ধার করেছে আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

মঙ্গলবার ভোররাতে আলীকদম-পোয়ামুহুরী সড়কের ৭ কিলোমিটার নামক স্থানের জঙ্গল থেকে গরুগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, সীমান্ত পথে চোরা-কারবারিরা গরু পাচার করছে এমন খবর পেয়ে আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেখারের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালান।

কুরবানি ঈদকে সামনে রেখে চোরা-কারবারিরা আলীকদমের পোয়ামুহুরী মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশ নিয়ে আসে গরুগুলো। অভিযানের সময় চোরা-কারবারিরা গরুগুলো জঙ্গলে রেখে পালিয়ে যায়।

উদ্ধার গরুগুলো সকালে আলীকদম উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে। সম্প্রতি চোরাই পথে নিয়ে আসা আরো বেশ কিছু গরু উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

উল্লেখ্য, কুরবানিকে সামনে রেখে একটি চক্র মিয়ানমার সীমান্ত দিয়ে পাহাড়ি পথে বিপুলসংখ্যক গরু চোরাই পথে বাংলাদেশে নিয়ে আসছে বলে খবর পাওয়া গেছে।


আরো সংবাদ



premium cement