২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মোবাইল টাওয়ার থেকে পড়ে টেকনিশিয়ানের মৃত্যু

মোবাইল টাওয়ার থেকে পড়ে টেকনিশিয়ানের মৃত্যু হয়। - ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার দেবিদ্বারে মোবাইল টাওয়ারে কাজ শেষে নামতে গিয়ে পা ফসকে পড়ে তারেকুর রহমান (২৪) নামে বাংলালিংক কোম্পানিতে কর্মরত এক টেকনিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন দেবিদ্বার পৌর এলাকার পান্নারপুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত তারেকুর রহমান নাটোর জেলার সিংড়া উপজেলার মধ্যবাশবাড়ি গ্রামের মো: জয়নাল আবেদিনের একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, পান্নারপুল বাংলালিংক মোবাইল ফোন টাওয়ারের কিছু ত্রুটিজনিত সমস্যা ছিল। তাই প্রচণ্ড রোদের তাপ উপেক্ষা করে টেকনেশিয়ান তারেকুর রহমান প্রায় ৭০ ফুট টাওয়ারের উপর উঠে সেগুলো একাই সমাধান করেন এবং কাজ সেরে নামার সময় পা পিছলে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতর সহকর্মী ড্রাইভ টেস্ট ইঞ্জিনিয়ার রাজু আহমেদ ও আলমগীর হোসেন জানান, তারা কসবা এলাকায় যাওয়ার পথে তারেকুরকে পানুয়ারপুল টাওয়ারের পাশে নামিয়ে যান। ওখান থেকে ফেরার পথে মোবাইল ফোনে কথা হয়, তারেকুর টাওয়ারের কাজ শেষ হয়েছে জানালে তাকে টাওয়ার থেকে নেমে আসার কথা বলেন তারা। ফিরে এসে দেখেন তিনি মারা গেছেন।

মোবাইল ফোনে নাটোর থেকে তার পরিবারের সাথে কথা বলার সময় তরিকুলের খালাতো ভাই জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে তারা দেবিদ্বারের উদ্দেশে রওনা দিয়েছেন।

তিনি আরো জানান, তারেকুর তার বাবার এক মাত্র পুত্র সন্তান। তার দুই বোনও রয়েছে। সামনের মাসে ছুটিতে আসার কথা ছিল, তার বিয়ের বিষয়টিও পরিবারের পক্ষ থেকে পাত্রী পক্ষের সাথে পাকা হচ্ছিল।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমান জানান, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার স্বজনেরা আসলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।


আরো সংবাদ



premium cement
আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না মিয়ানমারে ফিরল সেনাসহ আশ্রিত ২৮৮ জন বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে : কাদের রোববার থেকে স্কুল খোলা : শনিবারও চলবে ক্লাস যুক্তরাষ্ট্রকে বিশ্বরাজনীতির মঞ্চ থেকে সরিয়ে আনতে চান ট্রাম্প : বাইডেন কলিং ভিসায় প্রতারণার শিকার প্রবাসী দেশে ফেরার সময় মারা গেলেন চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু ভারতীয় ৫২৭ খাদ্যপণ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ তীব্র তাপদাহের জন্য দায়ী অবৈধ সরকার : মির্জা আব্বাস অনলাইন ক্লাসে যাচ্ছে জবি : বন্ধ থাকবে পরীক্ষা

সকল