১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

লোহাগাড়ায় পরাজিত প্রার্থীকে বিজয়ী দেখিয়ে গেজেট প্রকাশ

- ছবি : সংগৃহীত

লোহাগাড়ায় পরাজিত মেম্বার প্রার্থীক বিজয়ী দেখিয়ে গেজেট প্রকাশিত হয়েছে। এ ঘটনা সোশাল মিডিয়ার মাধ্যমে জানাজানি হলে এলাকায় ক্ষোভ ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।

সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে কলাউজান ইউনিয়ের ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ৪র্থ ধাপে বিগত ২৬ ডিসেম্বর লোহাগাড়ার কলাউজান ইউনিয়নসহ ৬ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়।
কলাউজান ইউপিতে ৭নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী ছিলেন মাহমুদুল হক (মোরগ), মো: শাহজাহান (তালা) ও সন্তোষ কুমার বড়ূয়া (টিউবওয়েল)।

কলাউজান ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ওয়ার্ডের ভোট গ্রহণ করা হয়। ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা তিন হাজার ২৯৭। মেম্বার পদে মাহমুদুল
হক (মোরগ) ৮৩৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো: শাহজাহান ৬৩১ (তালা) ভোট পান। কিন্তু ১৮ জানুয়ারি প্রকাশিত গেজেটে মেম্বার পদে পরাজিত প্রার্থী মো: শাহজাহানকে জয়ী হিসেব দেখানো হয়। এ নিয়ে এলাকায় তীব্র
প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

মেম্বার পদে জয়ী মাহমুদুল হক জানান, তিনি কলাউজান ইউপির ৭নং ওয়ার্ডে ৮৩৩ ভোট পেয়ে মেম্বার পদে জয়ী হন। কিন্তু গেজেটে পরাজিত প্রার্থীর নাম প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে তিনি সাংবাদদিকদের উপজেলা নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলার জন্য অনুরোধ করেন।

কলাউজান ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহেদ জানান, এটি নির্বাচন কর্মকর্তাদের ভুলের কারণে হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তা দেখবেন।

লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার সাদ্দাম হোসাইন রোমান খান জানান, প্রার্থীদের নাম পাশাপাশি থাকার কারণে এটি ভুলে হয়ে গেছে। তা সংশোধন করা হবে বলে তিনি জানান।

চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, এটা স্থানীয় রির্টানিং অফিসারের ভুলে হয়ে গেছে। এ বিষয়টি সংশোধনের জন্য স্থানীয় সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। আশা করি শীঘ্রই তা সমাধান হয়ে যাবে।


আরো সংবাদ



premium cement
পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

সকল