১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

পাবনায় শিশু রহিমকে বলাৎকারের পর হত্যা, যুবকের যাবজ্জীবন

- ছবি : নয়া দিগন্ত

আট বছর আগে পাবনা জেলার ঈশ্বরদীতে শিশু রহিম হত্যা মামলায় রাসেল নামে এক আসামির যাবজ্জীবন কারাদন্ডাদেশসহ ১১ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ রায় প্রদান করেণ।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি ঈশ্বরদী উপজেলার রহিমপুর গ্রামের আসাদুল মেকারের ছেলে রাসেল নতুন হাট এলাকায় জগলু শাহের শিশু রহিমকে (৭) মানিকনগর এলাকায় একটি লিচু বাগানে ঘাস কাটার কথা বলে ডেকে নিয়ে যায়। সেখানে রাসেল শিশুটিকে বলাৎকারের পর কাঁচি দিয়ে গলাকেটে হত্যা করে। ঘটনার পরদিন নিহত রহিমের বাবা জগলু শাহ ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা করেন।

পুলিশ আসামি রাসেলকে গ্রেফতার করে। রাসেল দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়য় আদালত আসামি রাসেলকে যাবজ্জীবন কারাদলণ্ড ও ১১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।


আরো সংবাদ



premium cement