১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

শেষ মুহূর্তে ভোট দিলেন শামীম ওসমান

শেষ মুহূর্তে ভোট দিলেন শামীম ওসমান - ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শেষ মুহূর্তে এসে ভোট দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। তিনি ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ আদর্শ স্কুল কেন্দ্রে। ভোট প্রদান শেষে শামীম ওসমান বলেন, সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

শামীম ওসমান বলেন, ‘জয় পরাজয় আছে। একজন হারবেন, একজন জিতবেন। আমাদেরই দেশ গড়তে হবে।’

ইভিএমে ভোট প্রসঙ্গে তিনি বলেন, প্রথমবার ইভিএমে ভোট দিলাম। খুব ভালো অনুভূতি।

নাসিক নির্বাচনে আইভী ও তৈমুর আলম ছাড়া মেয়র পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন (বটগাছ) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)।

এ ছাড়া কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১৪৮ ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আরো সংবাদ



premium cement