১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
চট্টগ্রামে সুফি সেমিনার ও সংগীতানুষ্ঠানে বক্তারা

মাওলানা রুমী পথহারা মানুষের পদপ্রর্দশক

- ছবি : সংগৃহীত

মানবতাবাদী কবি মাওলানার রুমীর কন্ঠে অনুরণিত হয়েছে ‘মানুষের জয়গান।’ তিনি সত্যিকার ইসলামী দর্শন সূফীবাদকে প্রতিষ্ঠতা করতে সক্ষম হয়েছেন। তার মাসনভী হয়ে উঠে মানুষের অন্ধকার রজনীর আলোকবর্তিকা; পথহারা মানুষের পদপ্রর্দশক। দুনিয়ার শৌর্যবীর্য পরিহার করে মহান আল্লাহ তাআলা প্রতি অকৃত্রিম মুহাব্বতের চর্চা করেছেন মাওলানা রুমী। অধ্যাত্মবাদের প্রাণকেন্দ্র মাইজভান্ডার দরবারেও সেই মানবতাবাদের পতাকা উড্ডীন রয়েছে।

রিপাবলিক অব টার্কি’র বাংলাদেশ দূতাবাস, টার্কি অনারারি কনসাল জেনারেল অব চিটাগাং এবং ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সুফি সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

রোববার বিকেলে মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম নগরীর জাকির হোসেন রোডস্থ খুলশী কনভেনশন হলে (কর্ণফুলী হল) রোডম্যাপ টু সাসটেইনেবল পিস: মাওলানা রুমী’স পাথ শীর্ষক সেমিনার ও সুফি সংগীতানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশে তুর্কী রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

সভাপতিত্ব করেন মাইজভান্ডার গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন ও শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট এর ম্যানেজিং ট্রাস্টি আওলাদে রাসূল হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (ম. জি. আ.)।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির দিশারি। তার অসামান্য নেতৃত্ব, দূরদর্শীতা ও সুমহান ত্যাগের কারণে আমরা বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতি অশেষ শ্রদ্ধা জানাই।

পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন তুরস্কের অনারারি কনসাল জেনারেল অব চিটাগাং সালাউদ্দিন কাসেম খান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। মূল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগি অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ জাফর উল্লাহ্।

প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

তুরস্কের সাংস্কৃতিক দলের সুফি সংগীত ঘূর্ণায়মান দরবেশ পরিবেশনা উপস্থিত সবার মন জয় করে। এরপর মাইজভান্ডারী মরমী গোষ্ঠীর সদস্য হান্নান হোসাইনী, আহমদ নুর আমিরী, নয়ন শীল ও সাজ্জাদ হোসাইন আরমান মাইজভান্ডারী গান পরিবেশন করেন। দৈনিক পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরীর ধন্যবাদ সূচক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো? এ দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান

সকল