২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইউপি নির্বাচনে ভাই-বোনের চমক

ইউপি নির্বাচনে বিজয়ী ভাই-বোন - ছবি : নয়া দিগন্ত

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে একই ইউনিয়নে ভাই-বোন একসাথে ইউপি সদস্য নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দিয়েছেন। বোন সংরক্ষিত মহিলা সদস্য ও ভাই সাধরণ সদস্য নির্বাচিত হয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে।

গত ২৮ অক্টোবর রোববার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দুই আপন ভাইবোন এ সাফল্য লাভ করেন। তাদের এ সাফল্য নিয়ে এলাকায় চলছে আলোচনার ঝড়।

নির্বাচিত ভাই-বোন হলেন - উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো: শহীদ উল্লাহ (টিউবওয়েল) ও সংরক্ষিত নারী সদস্য হিসেবে নির্বাচিত তারই বড়বোন রোকেয়া বেগম বেবী (বই)।

মো: শহীদ উল্লাহ (টিউবওয়েল) ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ৩৩৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: সেলিম মিন্টু (ফুটবল) পেয়েছেন ২৬৬ ভোট।

পাশাপাশি ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হিসেবে তার বড়বোন রোকেয়া বেগম বেবী (বই) ৭৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী কাউছার জাহান (হেলিকপ্টার) পেয়েছেন ৫০৯ ভোট।

এদিকে দুই ভাই-বোন একই ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন। উপজেলার নির্বাচনী মাঠে তাদের দু’জনকে নিয়ে বইছে আলোচনার ঝড়।


আরো সংবাদ



premium cement