১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

চকরিয়ায় বিজয়ী প্রার্থীর ভাগিনাকে পিটিয়ে হত্যা

- ছবি : সংগৃহীত

চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যান নূরে হোছাইন আরিফের ভাগিনা গিয়াস উদ্দিন মিন্টু (৪৫) নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে বদরখালী ইউনিয়নের গাউছিয়া মসজিদ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় নির্বাচিত চেয়ারম্যান নূরে হোছাইন আরিফ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের দায়ী করেছেন। নিহত গিয়াস উদ্দিন মিন্টু ইউনিয়নের ঢেমুশিয়া পাড়ার মাস্টার আবুল মকছুদের ছেলে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, ২৮ নভেম্বর রোববার ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা চলাকালে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে দু‘পক্ষের কর্মী-সমর্থকরা সংঘাতে জড়িয়ে পড়ে। ওই সময় মারপিটে গিয়াস উদ্দিন মিন্টু গুরুতর আহত হলে তাকে তাৎক্ষণিক চকরিয়া উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement